বাংলা৭১নিউজ,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা নামক স্হানে কাভাড্ ভ্যান এবং সিএনজি অটোরিকসার মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
জানা গেছে, কাভাড্ ভ্যান এবং সিএনজি অটোরিকসার মুখোমুখি সংর্ঘষে সিএনজি অটো রিকসার ড্রাইভার জাহাঈীর আলম (৫০) ঘটনাস্থলেই নিহত হন এবং সিএনজির যাএী সরসপু গ্রামের মো. রিয়াদ হোসেন ( ৫০) হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।