শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

 মনোনয়নপ্রত্যাশীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৯৬ বার পড়া হয়েছে
ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির সময়কার ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: বৃহত্তর ময়মনসিংহের একটি জেলা থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক নেতা দলের জরিপে প্রথম স্থানে আছেন। এই তথ্য তিনি দলের সাংগঠনিক সম্পাদকসহ নানা সূত্র থেকে জেনেছেন। আর দলীয় প্রধান শেখ হাসিনা ঘোষণা করেছেন, এগিয়ে থাকারাই মনোনয়ন পাবেন। তবে মনোনয়ন কে পাচ্ছেন, এই তথ্য জানার জন্য চেষ্টার কমতি নেই।

ওই নেতা দলের মনোনয়ন বোর্ডের দুজন সদস্যের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন দুজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে। সেখান থেকেও নিশ্চিত তথ্য না পেয়ে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে। কিন্তু সেখানেও পাননি নিশ্চিত তথ্য।

ওই নেতার মতো প্রতিটি আসনেই ঘটছে একই ধরনের ঘটনা। যেসব এলাকায় দলের অবস্থান শক্তিশালী, সেসব এলাকায় তো বটেই, এমনকি যেসব এলাকায় অবস্থান দুর্বল, সেসব এলাকাতেও মনোনয়নপ্রত্যাশীদের ঘুম হারাম হয়ে গেছে।

কেবল আওয়ামী লীগ নয়, বিএনপির পরিস্থিতিও ভিন্ন কিছু নয়। চেষ্টা-তদবির, দেনদরবারে মনোনয়ন নিশ্চিত করার হেন চেষ্টা নেই, যা তারা করছেন না।
এবার আওয়ামী লীগ থেকে প্রতীক পাওয়ার আশায় ফরম নিয়েছেন চার হাজার ২৩ জন নেতা। অর্থাৎ গড়ে প্রতিটি আসনে মনোনয়ন চাইছেন ১৩ দশমিক ৪১ জন নেতা। এত বেশি ফরম বিক্রি হওয়ায় বিরক্ত হয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

বিএনপির ফরম বিক্রি হয়েছে আরও বেশিÑচার হাজার ৫৮০টি। অর্থাৎ সেখানে আগ্রহী প্রার্থী আরও বেশি। অর্থাৎ প্রতি আসনে ১৫ দশমিক ২৬ জন।
দুই দলেরই সূত্র বলছে, ফরম বিক্রি শুরুর আগেই অধিকাংশ আসনে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়ে গেছে। আনুষ্ঠানিকতার জন্যই কেবল চূড়ান্ত করার ঘোষণা দেওয়া।

তবে শেষ মুহূর্তে মনোনয়নপ্রত্যাশীরা তাদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আসার চেষ্টা করছেন। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের পাশাপাশি দপ্তরে খোঁজখবর রাখেন এমন কর্মীদেরও ধরছেন তারা। অবশ্য কেউ কেউ নিশ্চিত না হয়েই এলাকায় ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন, তিনি পেয়ে গেছেন মনোনয়ন।

আ.লীগে ভিড় বাড়ছে কেন্দ্রীয় নেতাদের বাসা-কার্যালয়ে

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হয়ে গেছে ১৪ নভেম্বর। কিন্তু এখনো কেউ জানেননি মনোনয়ন মিলেছে কি না। কিন্তু তর সইছে না। তারা মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে ধরনা দিচ্ছেন। নিজের জন্য তদবির করছেন। শেষ মুহূর্তে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনদের কাছেও মনোনয়নপ্রত্যাশীদের ভিড় বাড়ছে।

শেখ হাসিনা বারবার বলেছেন, এবার তিনি জরিপ প্রতিবেদনকে গুরুত্ব দেবেন। জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেবেন। এখানে চেষ্টা-তদবির বা দলের বড় নেতা-ছোট নেতা দেখা হবে না।

মনোনয়ন চূড়ান্তের বিষয়টি কত দূর এগোল জানতে চাইলে দলের সভাপতিম-লীর সদস্য ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য রমেশ চন্দ্র সেন ঢাকা টাইমসকে বলেন, ‘প্রার্থিতা বাছাইয়ের বিষয়টি এখনো প্রাথমিক স্তরেই। আমরা মাঠপর্যায়ের জরিপ প্রতিবেদনগুলো বিশ্লেষণ করছি। এ সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত হবে বলে আশা করছি।’

কেউ কেউ যে নিজের আসনে মনোনয়ন চূড়ান্ত বলে প্রচার করছেন, এ বিষয়ে জানতে চাইলে রমেশ বলেন, ‘কাউকে এখনো কোনো সংকেত দেওয়া হয়নি। কিছুই জানানো হয়নি। যারা বলছেন, তারা নিজেদের জাহির করার জন্য এ কাজ করছেন। মনোনয়ন বোর্ডের সদস্যদের অনেকে মনোনয়ন চেয়েছেন। কিন্তু তারা নিজেরাও নিজেদের কথা জানেন না।’

অন্ধকারে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও

বিএনপিতেও পরিস্থিতিটা যে অন্য রকম, তা নয়। যারা ফরম জমা দিয়েছেন, তারা বিভিন্ন পর্যায়ে চেষ্টা-তদবির করে জানার চেষ্টা করছেন, তাদের সম্ভাবনা কতটুকু।

একাধিক মনোনয়নপ্রত্যাশী বিদেশে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ-সম্পর্ক রাখছেন, কেউ কেউ দেখাও করে এসেছেন। কেবল তিনি নন, তার ঘনিষ্ঠ বলে পরিচিতদের সঙ্গেও চলছে দেনদরবার। ধরনা দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের কাছেও।

দলটির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের বিষয়টিকে বিশেষ বিবেচনায় রেখে তারা প্রার্থী চূড়ান্ত করবে। এ ছাড়া দলের দুঃসময়েও যারা দলের জন্য ভূমিকা রেখেছেন, মামলা, দ-ের মুখোমুখি হয়েছেন, তাদের বিষয়টি দল বিশেষভাবে মূল্যায়ন করবে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না, তাদের স্বজনেরা মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। দল তাদের মূল্যায়ন করবে, এই আস্থা থেকেই তারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘প্রতিবার ভোটের আগে মনোনয়নপ্রত্যাশীরা আমাদের দোয়া নিতে আসেন। এবারও এসেছেন। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তায় কে এগিয়ে আছেন, তার ভিত্তিতেই মনোনয়ন দেব।’

আজ রোববার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। নয়াপল্টনের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে থাকতে বলা হয়েছে। বিভাগভিত্তিক এই সাক্ষাৎকার শুরু হবে রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে।

বিদ্রোহীদের বিষয়টিও মাথায় রাখছে দুই দল

বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর বিপরীতে প্রার্থী নির্বাচনে দুই দলকেই হিমশিম খেতে হচ্ছে। দুই দলের নীতিনির্ধারকেরা প্রকাশ্যে কিছু না বললেও তাদের দুশ্চিন্তার কারণ হতে পারেন মনোনয়নবঞ্চিতরা। যারা মনোনয়ন পাবেন না, তাদের একটি অংশ বিদ্রোহী প্রার্থী হতে পারে, এমন খবরও দুই দলের কেন্দ্রে আছে।

বিএনপির স্থায়ী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য ঢাকা টাইমসকে বলেন, ‘এই মুহূর্তে বিএনপির নির্বাচনে যাওয়াটা এক ধরনের চ্যালেঞ্জ। ঝুঁকিও আছে। কিন্তু তার ওপর এত সংখ্যক মনোনয়নপ্রত্যাশী আরেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

‘এক যুগ ধরে দল ক্ষমতায় নেই। অনেক নেতাকর্মী মামলা-মোকদ্দমা, জেল-জরিমানায় হয়রান হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন। তারা তো তাদের ত্যাগের মূল্যায়ন চাইবেন। সবাইকে খুশি করে তৃণমূলে দলের ঐক্য ধরে রাখতে না পারলে ভোটে সুবিধা হবে না।’ সৌজন্যে: হাবিবুল্লাহ ফাহাদ, ঢাকাটাইমস।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com