বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি: মনের অনেক দুঃখ পেয়ে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। মানুষের কল্যানে ও দেশের উন্নয়নের কথা চিন্তাকরেই বিএনপিতে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এ আবেগের কথা বলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারী সাবেক আলোচিত সাংসদ পটুয়াখালী-৩ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলানা রনি। গোলাম মাওলা রনি বলেছেন- পটুয়াখালী-৩ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া শাহাজাদা সাজু সিইসি’ মুক্তিযোদ্ধা কে.এম নুরুল হুদার ভাগ্নে হলেও আমারও কম নয়। তিনি আমারও একজন অভিভাবক। ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচন কৌশলী ছিল এবং আমার বাসায় অন্তত ১৫ দিন বসবাস করে আমাকে র্নিবাচনী কাজে পরামর্শ দিয়ে সহায়তা করেছেন । গোলাম মাওলা রনি আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ^াস করি পটুয়াখালী-৩ আসনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, কারন এ আসন নিয়ে সারাদেশের মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। আমার একটা পরিচিতি আছে।
বুধবার রাতে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে জেলা বিএনপির পক্ষ থেকে ধানের শীষ দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম মাওলা রনি একথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, পটুয়াখালী ০৩ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া এসএম শাহাজাদা সাজু সিইসির ভাগ্নে হলেও আমি তার কাছে কম নয়। তার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। তখন তিনি সিইসি ছিলেন না। এখন তিনি সিইসি, তবে আমার কাছে তিনি একজন বীরমুক্তি যোদ্ধা ও ক্যাপ্টেন নুরুল হুদা। তাই আমার র্নিবাচনের মাঠে কোন নেতিবাচক প্রভাব পরার আশংকা নাই। তবে আমার ধারনা তিনি আগের নুরুল হুদাই আছেন। জাতীয় একাদশ সংসদ র্নিবাচনে তিনি কোন প্রকার বিতর্কিত হবেন না। এমন কি তার ভাগ্নের জন্যও না। কারন তার ভিতরে সেই ইতিবাচক বৈশিষ্ট্য গুলো এখন বিরাজমান। এসময় সাংবাদিকরা জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সিইসিকে নিয়ে নেতিবাচন ধারনা রয়েছে এরকম প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, ড. কামাল ৩শ আসন নিয়ে ভাবেন, আর আমি একটি আসন নিয়ে ভাবি। তিনি একটি বিশাল সমুদ্রের জায়গায় অবস্থানরত। তার বুকে ভেসে যাওয়া আমি একটি চিনা বাদামের খোসা মাত্র। তার ভাবনার সাথে আমার ভাবনা সাথে অমিল থাকতেই পারে। নির্বাচনী এলাকায় কবে যাবেন এমন প্রশ্নে তিনি বলেন, প্রতীক পাওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে এলাকায় যাবো। কারন আমার পটুয়াখালী তিন আসনে ব্যাপক জন প্রিয়তা রয়েছে বলে আমার বিশ^াস। এদিকে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাভ হোসেন চৌধুরী বলেন, গোলাম মাওলা রনি আমাদের দলে সদ্য যোগদান করেছে। তাই তাকে জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নিলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম, সাংগঠনিক সভাপতি এ্যাড, মজিবুর রহমান টোটন, দপ্তর সম্পাদক গোলাম রহমান এবং জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস