বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের ফল ঘোষণা করেন।
সভাপতি পদে আবু জাফর সূর্য পেয়েছেন ৭১২ ভোট। তার নিকটতম প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৮৮ ভোট।
সহসভাপতি পদে খন্দকার মোজাম্মেল হক (৭০৪), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন (৫৮৫), অর্থ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (৯২৬), সাংগঠনিক সম্পাদক পদে মুনিরুজ্জামান উজ্জ্বল (৬৭৪), প্রচার সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ (৭০৩), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুদ ঢালী (৬৭৩), জনকল্যাণ সম্পাদক পদে ফারহানা মিলি (৫৬৯) ও দফতর সম্পাদক পদে আমীর মোহাম্মদ ৬১৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে হালিমা আক্তার লাবন্য (৮৬০), গোলাম মুজতবা ধ্রুব (৭৬৯), শাহনাজ পারভীন (৬৬২), সলিম উল্যা সেলিম (৫৭৪), এম এম শাজাহান মিঞা (৫৬৯), শাকিলা পারভীন (৫৫০), ইব্রাহিম খলিল খোকন (৫৩০) ও মহিউদ্দিন পলাশ (৫০২) ভোট পেয়েছেন।
এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। জয়লাভ করা প্রার্থী ছাড়া অন্যরা রায় মেনে নেয়নি। জাল ভোটের অভিযোগ উঠেছে।
প্রধান নির্বাচন কমিশন আবু তাহের বিষয়টি মেনে নিয়ে নিয়মের স্বার্থে বুধবার রাতে ফলাফল ঘোষণা করলে বিতর্ক শুরু হয়। রাত ৯টার দিকে প্রথমে ফলাফল ঘোষণা করতে গেলেও প্রার্থীদের তোপের মুখে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। এরপর শুরু হয় নানা ধরনের বিতর্কিত স্লোগান।
জালভোট সমস্যার সমাধান না করেই রাত পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশন আবু তালেব ফলাফল ঘোষণা করতে গেলে টেবিল, চেয়ার ও মঞ্চ ভাঙচুর করা হয়। এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশন কিছু প্রার্থীর ফলাফল ঘোষণা করলেও কারো ভোট সংখ্যা উল্লেখ করেননি।
এছাড়া ফলাফল নিয়ে বিতর্ক ছড়ালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল পরিস্থিতি সামাল দিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, নির্বাচনের প্রতিটি পদে পদে ভুল ছিল যা সবাই বলেছেন। এটাই তো সংগঠনের প্রাণ। সবাই সাংগঠনিক হচ্ছেন তার প্রমাণ।
নির্বাচন কমিশনের প্রধান আবু তালেব বলেছেন, জালভোট দেওয়ার অভিযোগ ভিত্তিহীন নয়। তবে অভিযোগ নির্বাহী কমিটির কাছে জানানো হবে। এরপরেও সমাধান না হলে আদালতের দরজা খোলা আছে।
ফলাফল ঘোষণার পরেই পরাজিত প্রার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গনে চেয়ার নিয়ে বসে অবস্থান নেন। একইসঙ্গে তারা নির্বাচন পুনঃমূল্যায়নের দাবি তোলেন।
অন্যদিকে জয়লাভ করা প্রার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গনে উল্লাস করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
বুধবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, যা নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা বেশি সন্ধ্যা ৬টায় শেষ হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবু তাহের। এবার ভোটার সংখ্যা ৩ হাজার ২৩৩ জন।
এবারের ডিইউজে নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সদস্যের নয় পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৩৪ জন।
বাংলা৭১নিউজ/এসএস