মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ, কেজি ৯৬ টাকা হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের ৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ইউনূস দায়িত্ব গ্রহণে বাংলাদেশে মার্কিন কোম্পানির আগ্রহ বেড়েছে ডেঙ্গু কেড়ে নিলো আরও ৮ প্রাণ, একদিনে হাসপাতালে ১১০৮ জন যতদিন প্রয়োজন ততদিন আহতদের চিকিৎসা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে, তবে সেটা সুবিচার: আসিফ নজরুল বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি ৬ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি শুরু সাকিবের দেশে আসা-যাওয়ায় আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা আমরা শুনতে চাই না বিচারকরা ঘুষ খায়: ডা. শফিকুর কিউবার রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিল, নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন

মধ্যরাত থেকে সাগর-নদীতে মাছ ধরা বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

ইলিশের বাধাহীন প্রজননে মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত (২২ দিন) সাগর ও নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে মাছ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধ থাকবে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আশ্বিনের শেষ সময়ে গভীর সাগর থেকে উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় এসে মা ইলিশ ডিম ছাড়ে। প্রজননের এ সময়কে বাধাহীন করতে ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বুধবার (১১ অক্টোবর) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাগর হতে পটুয়াখালীর মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আসতে শুরু করেছে মাছ ধরার ট্রলার। জেলেরা জাল গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ আবার ট্রলার থেকে জাল তুলছেন সেলাই করার জন্য।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময়ে বেশির ভাগ জেলে কর্মহীন থাকবে। কিন্তু দীর্ঘ এই সময়ে একজন জেলের জন্য সরকারিভাবে বরাদ্দ মাত্র ২৫ কেজি চাল। সেটাও অনেক জেলে ঠিকমতো পায় না।

এছাড়া, নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় বলে অভিযোগ করেনা তারা। নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধসহ প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা।

জেলে ইউসুফ ঢালী বলেন, আমরা সরকারের নিষেধাজ্ঞা মেনে জাল নিয়ে সাগর থেকে ফিরে এসেছি। কিন্তু এখনো সরকারি চাল পাইনি। মাছ ধরা ছাড়া আমরা অন্য কোনো কাজও জানি না। সরকারিভাবে বরাদ্দকৃত ২৫ কেজি চালে আমাদের কিছুই হয় না।

আলীপুরের বয়োবৃদ্ধ জেলে সোবহান ঘরামী বলেন, প্রতি বছরই আমার নিষেধাজ্ঞা মানি। কিন্তু নিষেধাজ্ঞার পরে সাগরে গিয়ে আর মাছ পাই না। কারণ এ সময়ে ভারতীয় জেলেরা আমাদের দেশে ঢুকে মাছ ধরে নিয়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী দেশের কোনো জেলে যেন অমাদের জলসীমানায় না ঢুকতে পারে সেজন্য আমাদের নৌবাহিনী ও কোস্ট গার্ড সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় সাগরে তাদের টহল অব্যাহত থাকবে। এছাড়া, জেলেরা যেসব দাবি করেছে সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com