বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

মধ্যরাতে শাকিবের ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে গণ্ডগোল!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৬ মে, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: শুক্রবার দিনভর অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির। এরপর সন্ধ্যা ৭ টা থেকেই চলছিল ভোট গণনা। কিন্তু বিপত্তি ঘটে ভোট গণনার শেষ মুহুর্তে। চরম গন্ডগোলের সৃষ্টি হয়।

শুধু তাই নয় এই গণ্ডগোলের ফাঁদে পড়ে আহত হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

রাত দুইটার দিকে শাকিব খান এফিডিসিতে যান। এসময় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এটি নিয়ে মিশা-জায়েদ প্যানেলের লোকজন আপত্তি জানান। তারা বারবার শাকিবকে অকারণে ভোটকেন্দ্রে প্রবেশ করতে বারণ করেন। কিন্তু শাকিব কারো বারণ না শুনেই ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

এ নিয়ে কেন্দ্রের বাইরে চরম উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে শাকিবকে মিশা-জায়েদ প্যানেলের নেতা কর্মীরা বের করতে উদ্ধত হন।

শাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন অনেকেই। এরমধ্যে গেটের বাঁশ পড়ে সাইমনের মাথায় আঘাত লাগে। এবং তিনি আহত হন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব। তবে তা গুরুতর কিছু নয়।

জানা গেছে, হট্টগোলের একপর্যায়ে শাকিব খানকে ভোটকেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। এসময় তাকে ধাওয়া করেন মিশা-জায়েদ প্যানেলের বেশ কয়েকজন নেতা কর্মী। তারপর মিশা পুলিশের সহায়তায় শাকিবকে তার গাড়িতে তুলে দেন।

এই ঘটনার পর এফডিসিতে সুনশান নীরবতা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, `ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করেছিলো বলে দেখতে পারিনি। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি।`

শাকিব বাইরে বেরিয়ে ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, ‌`শাকিবের উচিত হয়নি এভাবে ভোট গণনাকেন্দ্রে আসা। এসব কিছুতে শিল্পীদের ভাবমূর্তিই ক্ষুন্ন হলো।`

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছেন সদ্য শেষ হওয়া কমিটির সভাপতি শাকিব খান।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com