বাংলা৭১নিউজ,ঢাকা: আজ রাত বারোটার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে জিরো আওয়ারেই বন্ধ হয়ে যাবে সকল অনিবন্ধিত সিম।
অনিবন্ধিত সিম নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট অপারেটরগুলো। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, সচল থাকা ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে শনিবার পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১০ কোটি ৯ লাখ সিম কার্ড। গ্রাহক চাইলে বন্ধ হওয়া অনিবন্ধিত সংযোগ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় নিবন্ধন করে চালু করতে পারবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বিটিআরসি।
প্রথম দফায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা ছিল গত ৩১ এপ্রিল। কিন্তু, আরো কয়েক কোটির মত সিম ও রিম কার্ড নিবন্ধন না হওয়ায় নিবন্ধনের সময়সীমা আরো ১ মাস বাড়ায় মন্ত্রণালয়।
বাংলা৭১নিউজ/এসএইস