মধ্যরাতে পুলিশের হাতে ‘আটক’ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত ৭ জানুয়ারি নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।
মঙ্গলবার গভীর রাতে আটকের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি জানান।
সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সুমন লিখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।
এতে গুঞ্জন তৈরি হয়, হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন ব্যারিস্টার সুমন। তার ফেসবুকে পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।
এদিকে পুলিশ জানায়, সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।
প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজেই ফেসবুকে জানালেন।
বাংলা৭১নিউজ/এবি