বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির ভূ-গর্ভ থেকে পাথর আহরনের সময় অসতর্কতার কারনে বড় একটি পাথর খন্ডের নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৩২) নামে এক খনি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে খনি পাশ্ববর্তী মধ্যপাড়া পূর্ব রসুলপুর হরিরামপুর গ্রামের ফজলে রহমানের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে ভূ-গর্ভে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
খনির একটি সুত্র জানায়, নিহত মোস্তফা কামাল খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোটিয়াম (জিটিসি)’র ভূগর্ভে স্টোপিং বিভাগে মেকানিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
দুঘর্টনার পর পরই গুরুতর আহত অবস্থায় জিডিসি কর্মকর্তারা তাকে নিজস্ব চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তার অবস্থার বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য জিটিসির নিজেস্ব পরিবহনে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যু বরন করেন। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক মোসলেম উদ্দীন বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস