বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে একদিনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে তিনটি ও বিকেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে পার্কিংয়ে থাকা একটি গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন সংলগ্ন মধুর ক্যান্টিনের পাশে মিডিয়ার গাড়ি পার্কিংস্থলে সর্বশেষ একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডি সেখানে গেলেও কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি জানাতে পারেনি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সবসময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায়, তারাই এ কাজ করেছে। আমরা খতিয়ে দেখছি। এ চক্রকে শনাক্ত করার চেষ্টা করছি। মধুর ক্যান্টিন এলাকায় বাড়তি নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করার চেষ্টা করছি।’
এদিকে সকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে থেকে অর্ধ বিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/পিআর