বাংলা৭১নিউজ, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ সন্ধায় উপজেলার ভোলাসারবাগ এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ২৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চার জনের মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/সিএইস