বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় সোমবার ৪০টি বেসরকারি মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক এমপিও এবং ননএমপিও শিক্ষকরা স্কুল জাতীয়করণ, ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাসহ অন্যান্য দাবীতে দিন ব্যাপী কর্মবিরতি পালন করেছেন।
উপজেলা মাসিককপের সভাপতি রবীন্দ্র নাথ গুহ ও সংগ্রাম পরিষদের সভাপতি ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকবর জানান, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুখালীর ৪০টি স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান একযোগ কর্মবিরতি পালন করছেন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণসহ অন্যান্য দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিাটর নির্দেশ মোতাবেক আন্দোলন চলবে।
বাংলা৭১নিউজ/জেএস