রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, আজ জামায়াতে ইসলামী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা মহানগরীতে রাজপথে নেমেছে। স্বৈরাচারী সরকারের পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাবো না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ড. আবদুল মান্নান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, শামসুর রহমান, আব্দুস সালাম, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএকে