রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন কাজী নাসিম আহম্মেদ ওরফে পলাশ ও আজিজুল ইসলাম ওরফে সজল।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, কিছু মাদককারবারি মোটরসাইকেলে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল কেনাবেচা ও অস্ত্র-গুলিসহ অবস্থান করছে বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে মতিঝিল থানার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে পলাশ ও সজলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারদের দখলে থাকা পিস্তল ও গুলির বৈধতা সম্পর্কে কোনো লাইসেন্স কিংবা কাগজপত্র দেখাতে পারেনি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় পৃথক মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম