বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলিতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম আরিফ (২০)।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
আরিফ মগবাজার আমবাজার এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে।
নিহত আরিফের প্রতিবেশী নাজিম হোসেন জানান, আরিফ রমনা থানার ৩৬নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী ছিল। ওই এলাকার নিশাত, অনিক ও হাসানের সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব ছিল।
বুধবার তাকে রাস্তায় একা পেয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সোয়া ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার এসআই মোশারফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সি এইস