সৌদি আরবের মক্কায় মো. আবদুল গফুর মিয়া (৬২) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত আবদুল গফুর মিয়া টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর—BY 0062202.
আবদুল গফুর মিয়া গতকাল মঙ্গলবার মক্কায় মারা যান বলে জানিয়েছেন মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম।
এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী। এর মধ্যে মক্কায় পাঁচ এবং মদিনায় দুজনের মৃত্যু হয়।
এদিকে বুধবার সকাল পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ