বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বের খেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে মাঠে নামছে। গত কয়েক আসরে কুমিল্লার হয়ে নিয়মিত খেলছেন মঈন আলী।
সিলেটে এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল। প্রথম দেখায় কুমিল্লা চট্টগ্রামকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়েছিল। পরবর্তীতে তারা ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।
বিপিএলে সেরা চারে উঠবে কোন চারটি দল তা নির্ধারণ হয়ে যাবে চট্টগ্রাম পর্বেই। এখানে ছয় দিনে মোট ১২টি ম্যাচ হবে। সেরা চারের লড়াইয়ে আছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। সিলেটের কাগজে কলমে সম্ভাবনা থাকলেও বেশ কঠিন পথ পেরোতে হবে তাদের। এছাড়া দুর্দান্ত ঢাকার সম্ভাবনা একেবারেই নেই। তাই বিপিএলটা এখন মূলত পাঁচ দলেরই।
বিপিএলে বড় স্কোর না হওয়ার হাহাকার আছে। সিলেট পর্ব শেষে প্রথম ইনিংসে গড় রান ছিল ১৪৯.৭। ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩.৭। গত আসরে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে প্রথম ইনিংসে গড় ছিল ১৬২। এবার তেমন কিছুই হবে সেটাই বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এসএইচ