শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

মংলায় রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত আর্ধশত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২১ মে, ২০১৮
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি: একটি শিশুকে চড়মারাকে কেন্দ্র করে মংলায় একটি গ্রামে  দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষসহ অন্তত ৫০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত থেমে থেমে  চাঁদপাই ইউনিয়নের কানাই নগর গ্রামে এ ঘটনা ঘটে। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ।যে কোন সময় আবারও সংঘষের আশংকা করছে স্থানীয়রা ।

এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শীরা জানায় , রোববার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর গ্রামে এক শিশু পুত্র সাগর (১৪)কে চড়মারে একই এলাকার আলমগীর হোসেন। এদিনই শিশুটির মা ইয়াসমিন এ ঘটনায় মংলা থানায় অভিযোগ করেন। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার ভোর সাড়ে ৬টায়   আলমগীরের পক্ষ অবলম্বন করে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও হাসেমের নেতৃত্বে ২০-২৫জনের এটি দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘুমন্ত শিশুটির পরিবারের উপর হামলা চালায়। এতে এলাকার অন্যরাও প্রতিহত করতে এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত নারী পুরুষসহ ৫০জন আহত হয়।

আহতদের মধ্যে নয়ন(৩০), আবজাল(৩৮),বেল্লাল(৩৫), লতিফা(৩০), বেবী (২৮), নয়ন(২২), সায়রা বেগম(৫০), রওসনারা(৫৫), রিনা(৩০), কমলা(২২), মিলি(৩৫)সহ ২১ জন কে  মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে মধ্যে হাসপাতাল ত্যাগ করেন।  তবে সোমবার দুপুর নাগাত আহদের মধ্যে গর্ভবর্তী রিনার অবস্থার আবনতি ঘটলে  খুলনা মেডিকের কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

আহত ইয়াসমিন জানান, একই এলাকার আলমগীর হোসেন তার শিশু পুত্র সাগর (১৪)কে রোববার চড়মারে । এদিনই  এ ঘটনায় মংলা থানায় অভিযোগ করেন। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার ভোর সাড়ে ৬টায় আলমগীরের পক্ষ অবলম্বন করে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও হাসেমের নেতৃত্বে ২০-২৫জনের এটি দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘুমন্ত শিশুটির পরিবারের উপর হামলা চালায়। এতে এলাকার অন্যরাও প্রতিহত করতে এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

হাসপাতালে ভর্তি আহত  আফজাল জানান, তাদের উপর যারা হামলা করেছে তারা সন্ত্রাসী।এলাকাবাসী  ও পুলিশ তাদের ভয় পায় ।

আহত হয়ে হাসপাতালে ভর্তি বৃদ্ধ  রওশন আরা জানান, কোন কিছু বোঝার আগেই সন্ত্রাসীরা একের পর এক সাধারন লোকের  উপর হামলা চালায় । এই হামলাকারিদের কোঠোর বিচার হওয়া উচিত ।

মংলা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স এর টিকিৎসা কর্মকর্তা ডা: মো: রাফিউল হাসান জানান,উভয়ের মধ্যে সংঘসের পর হাসপাতালে ২১ জন ভর্তি হয় ।এর মধ্যে এর মধ্যে ৪ জনের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

এ ব্যাপারে মংলা থানার অফিসার ইনচার্জ ইবাল বাহার চৌধুরী বলেন, সংঘর্ষে জড়িত উভয়পক্ষই মংলা থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com