রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী ১৭ মে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ‌্য সংঘ দিবস ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন

মংলায় বিদেশী জাহাজের সিলিং ছিড়ে এক শ্রমিকের মৃত্যু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি: মংলা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় এলাকায় অবস্থানরত একটি বিদেশি জাহাজে সিলিং (বস্তা বাধার রশি) ছিড়ে সারের বস্তা চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা রাতে  এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। জাহাজে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় শহরজুড়ে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। রাতেই বিক্ষুব্ধ শ্রমিকরা মংলা শহরের ট্রেডার্স মসজিদ রোডস্থ স্টিভিডরস (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান) মেসার্স খালিদ ব্রাদার্সের  অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।

পরে শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারের মধ্যস্ততায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপুরন দেওয়ার ঘোষনা দিয়েছেন  মেসার্স খালিদ ব্রাদার্স  ।

মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সেন্টু জানান, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৭ নম্বর এলাকায় অবস্থানরত এমভি আতাকামা জাহাজে সার খালাস কাজে নিয়োজিত ছিলেন খালিদ ব্রাদার্সের খামালী শ্রমিক মো. হেলাল (৩২)।

সোমবার সন্ধ্যা রাতে  জাহাজের হ্যাচের মধ্যে (জাহাজ অভ্যন্তরে) কাজ করার সময় সিলিং ছিড়ে পড়লে সিলিংয়ে থাকা সারের বস্তার নিচে চাপা পড়েন হেলাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর রাতেই জাহাজ থেকে হেলালের মরদেহ নামিয়ে শহরের শ্রম কল্যাণ সড়কের বালুরমাঠ এলাকার বাড়িতে নেওয়া হয়।

স্টিভিডরস মেসার্স খালিদ ব্রাদার্সের মংলা অফিসের ম্যানেজার মো. কামরুজ্জামান শহীদ জানান, সিলিং ছিড়ে পড়ে খামালী শ্রমিক হেলালের মৃত্যু হওয়ায় তাঁর দাফন-কাফনের জন্য মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এছাড়াও নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপুরন ও তার পুত্রকে একই প্রতিষ্টানে চাকরী দেওয়ারঘোষনা দিয়েছেন  মেসার্স খালিদ ব্রাদার্স এর মালিক  ।

অপরদিকে  শ্রমিকেরা অভিযোগ করে বলেন, জাহাজের প্রতি সিলিংয়ে ২০টি করে বস্তা বাধার নিয়ম থাকলেও ওই কোম্পানির (খালিদ ব্রাদার্স) সুপারভাইজার মো. কাশেম খামালী শ্রমিকদের দিয়ে ৩৬ থেকে ৪০টি করে বস্তা বেঁধে দেওয়ার জন্য বাধ্য করেন। অতিরিক্ত বস্তা বোঝাইয়ের কারণেই সিলিং ছিড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শ্রমিকরা।

তাঁরা আরো বলেন, যে সিলিং ছিড়ে পড়েছে তাতে ২০টির জায়গায় ৩৬টি সারের বস্তা ছিল। জাহাজে পণ্য বোঝাই-খালাস কাজে ওই স্টিভিডরস কোম্পানি দুর্বল সরঞ্জামাদি ব্যবহার ও শ্রমিকদের ঝুকিপূর্ণ কাজে বাধ্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন শ্রমিকরা। ১ মে সকাল ১১টার দিকে মংলার শ্রমিক কবরস্থানে দাফন করা হয়েছে নিহত হেলালকে ।

বন্দরের খামালী শ্রমিক হেলালের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মংলা বন্দও শ্রমিক সংঘের সাধারন সম্পাদক  একেএম সাহাবুদ্দিন,জাতীয় শ্রমিক লীগের মংলা আঞ্চলিক শাথার সভাপতি নুর উদ্দিন আল মাসুদ,সাধারন সম্পাদক মিলন শিকারী মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সেন্টুসহ শ্রমিক নেতারা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com