বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন সাবেক তিন বিশ্ব নেতা- যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সময়টা তাদের ভালই কাটছিল। কিন্তু অনুষ্ঠান চলাকালে হঠাৎ টর্নেডো সাইরেন বেজে উঠলো। এসময় ভয়ে দৌড়ে গিয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নেন সাবেক এই তিন বিশ্বনেতা।
এমন একটি খবর দিয়েছে এপি। ওই খবরে বলা হয়, শুক্রবার লিটল রক’স সেন্ট্রাল হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বিল ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে হঠাৎ টর্নেডো সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ওই তিন সাবেক বিশ্বনেতা স্কুলটির বেজমেন্টে আশ্রয় নেন।
টনি ব্লেয়ার জানিয়েছেন, লিটল রক স্কুলে সফর করাটা তার জন্য খুবই স্মরণীয় ঘটনা। তিনি বলেন, ‘সেখানে চমৎকার আবহাওয়া ছিল।’ তিনি আরো জানান, ইংল্যান্ডে তিনি কখনো টর্নেডোর মুখোমুখি হননি।
ব্লেয়ার আরও বলেন, ‘আমরা বাতাসের তীব্র ঝাপটার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু রাতে এমনটা ছিল না, আবহাওয়া অনেক শান্ত ছিল।’
বাংলা৭১নিউজ/সিএইস