বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস করে ৩ জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি,এম,এ মমিন রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটে সরকারি জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার টি,এম,এ মমিন থানা পুলিশসহ অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
দন্ডিতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাট গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র হাসান আলী (৪৫), পুড়ইল মোল্লাভাগ গ্রামের মোঃ ছরোয়ারের পুত্র রকি মিয়া (১৮), পাঁচবিবি উপজেলা শিমুলগাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার পুত্র রায়হান (২৫)।
বাংলা৭১নিউজ/জেএস