সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালককে মারধরের ঘটনায় ভারতীয় অংশ ঘোজাডাঙ্গা বন্দরে অবরোধ করেছে ভারতীয় শ্রমিকরা। এতে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ভারতীয় শ্রমিকরা ঘোজাডাঙ্গা বন্দরে ব্রিজের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ব্যবসায়ীরা জানান, গতকাল (বুধবার) ট্রাককে সাইড দেয়াকে কেন্দ্র করে বন্দর এলাকার ভেতরে ভারতীয় একজন চালককে বাংলাদেশি চালক-শ্রমিকরা মারধর করেন। এরপর থেকেই তারা পলাতক রয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গতকাল ভারত থেকে বাংলাদেশে আসা পণ্যবাহী ট্রাকের ড্রাইভারকে মারধর করা হয়। এ ঘটনায় তারা আজ সকাল থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে সকাল থেকে কোনো ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।
তিনি আরও জানান, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ