বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত মোটামুটি সুষ্ঠু ভোট ছিল বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘পরে তারা যথন দেখতে পায় যেহারে ভোটার আসছে তাতে তাদের ভরাডুবি রোধ করা যাবে না, তখনই আওয়ামী লীগের গু-া ও সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় নেমে যায় এবং সিল মারতে থাকে।’
সারা দেশেই ভোটের এই চিত্র বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কারচুপির অভিযোগ করলেও সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, তারা যেহেতু ভোটে আছেন, ভোট শেষ পর্যন্ত বিকাল চারটা পর্যন্তই দেখবেন।
ভোট চলাকালে বেলা একটার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন ফখরু। এর আগে কারচুপির অভিযোগ এনে খুলনায় বিএনপির প্রার্থী খুলনা-১, ৩ ও ৫ আসনে, জামায়াতের প্রার্থী খুলনা-৫ ও ৬, বাগেরহাট-৩ ও ৪ আসনে জামায়াতের দুই জন, রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
তবে ফখরুল শেষ পর্যন্ত ভাটে থাকার ঘোষণা দেন। বলেন, ‘আমরা যেহেতু নির্বাচনে আছি চারটা পর্যন্ত দেখব। এরপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারটা পর্যন্ত দেখতে চাই।’
বিএনপি মহাসচিবের দাবি, ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাশা, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।’
প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে দাবি করে বিএনপি নেতা বলেন, ‘আমি বার বার রিটার্নিং কর্মকর্তার কাছে গেছি। তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা সময় মতো ব্যবস্থা না নেওয়ায় ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। সরকার ব্লু প্রিন্ট তৈরি করে সে অনুযায়ী কাজ করছে।’ সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস