বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর উদ্দেশে বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং কেউ যেন ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আজ শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস