বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন না গণফোরাম সভাপতি ও ঐক্যজোটের প্রধান নেতা ড. কামাল হোসেন। গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ঢাকা–৯ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে সুব্রত চৌধুরী বলেছেন, ‘ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।’
নির্বাচন কমিশন ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন,‘আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি। তবে ইসির আচরণে এখনো মনে হচ্ছে তারা আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে।নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি।’
বুধবার বেলা দেড়টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়ন ফরম জমা দেন সুব্রত চৌধুরী। এসময় তিনি বলেন, ‘জামায়াত যাঁরা, তাঁরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’ সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস