বাংলা৭১নিউজ, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৈয়দপুরে নির্বাচনী প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এ ছাড়া আগামীকাল রোববার মির্জা ফখরুল নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রচার চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস