নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটার উপস্থিতি আমরাও দেখতে পাচ্ছি কম। কারণ হিসেবে আমার ব্যক্তিগত মতামত- এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন, সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের; এটা একটা কারণ হতে পারে। এছাড়া এটা অভিজাত এলাকা, ভোটের ব্যাপারে ওনারা আগ্রহী হয়তো নাও হতে পারেন। আমি ঠিক জানি না কী হয়েছে, এটা আমরা জানতে পারবো আরও পরে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সোমবার (১৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেগম রাশেদা সুলতানা বলেন, ভোট আগে হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাব আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে! আর আমি যখন গেছি (ভোটের মাঠে) তখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এটাও হতে পারে, বৃষ্টি কারণে ওই সময় ভোটাররা আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আমাদের ধারণা।
ঢাকা-১৭ আসনে বনানীর বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখিনি। পরিবেশ ভালো আছে।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম, ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঞা। এ বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আমরা তদন্ত করবো, সত্যি কি না মিথ্যা দেখবো। অভিযোগ নানা জন, নানাভাবে আনতে পারেন। অভিযোগ এলেই সত্য বা মিথ্যা, তা কিন্তু না। সেটার সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাইয়ের পরে নিশ্চয়ই আমরা আইনগত ব্যবস্থা নেব।
স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন। সে প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আমাদের কাছে অভিযোগ ওইভাবে আসেনি। যদি সেটা হয়েও থাকে উনি (হিরো আলম) রিটার্নিং কর্মকর্তার কাছে জানাতে পারতেন। জানিয়েছেন কি না তাও জানি না। আমরা খোঁজ-খবর নেব।
বাংলা৭১নিউজ/এসএইচবি