বাংলা৭১নিউজ,ঢাকা: ডিসিসি নির্বাচনের ভোটের দিন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোটারের উপস্থিতি কম বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ বৃহস্পতিবার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার ঝুঁকি নেই। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পর্যবেক্ষণ করে দেখেছি, ভোটারের উপস্থিতি কম। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নির্বাপত্তায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
বাংলা৭১নিউজ/একে