বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা-৬ আসনের সিদ্দিক বাজার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কক্ষে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কোনো সাংবাদিককে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ কেন্দ্রে দ্বায়িত্বরত সাংবাদিকদের। এছাড়াও বিরোধী প্রর্থী ববি হাজ্জাতের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ না করতে দেয়ার অভিযোগও রয়েছে। এই প্রার্থী জানান, কেন্দ্রে তার কোনো পোলিং এজেন্ট নেই। কোনোভাবে যোগাযোগ করতেও পারছেন না তাদের সঙ্গে। এছাড়া একই আসনের কেন্দ্রীয় ভ্যাটেনারি পশু হাসপাতাল কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। ফিঙ্গার প্রিন্ট না মেলায় ভোট দেয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব ভোটাররা। তবে পরবর্তীতে জাতীয় পরিচয় পত্র মিলিয়ে এসব ভোটারদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রিজাডিং অফিসার জহুরুল।
বাংলা৭১নিউজ/এসএস