বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু।
ইউএনও অফিস সূত্রে জানাযায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও সরকার কর্তৃক মূল্য তালিকা না টানানোর দায়ে উপজেলার জামনগর বাজারের মেসার্স সরকার ট্রেডার্স, জামনগর কনফেকশনারী, বাাঁশবাড়িয়া বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার, কালিকাপুর বাজারের স্বয়ং ষ্টোরসহ মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু জানান মাহে রমজান উপলক্ষে ভেজাল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে এবং সরকার কর্তৃক মূল্য তালিকা টানানোর জন্য সকল ব্যবসায়িদের মাকিং এর মাধ্যমে অবহিত করা হয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান গুলি আইন অমান্য করায় ভোক্তা অধিকার আইনে তাদের অর্থদন্ড করা হয়েছে। তবে রমজান মাস ব্যাপি এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/জেএস