বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে দীর্ঘদিন থেকে গড়ে উঠা ভেজাল গুড় কারখানায় ভেজাল গুড় তেরী করে তা বাজারজাত করার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কচুয়ার পাড়া গ্রামের আঃ রহিমের পুত্র সেকেন্দার আলী পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার খালাশপীর এলাকা থেকে নি¤œমানের নালিগুড় ক্রয় করে বাড়ীতে এনে ক্ষতিকারক কেমিকেল মিশ্রন করে ভেজাল গুড় তৈরি করতো।
বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও ভেজাল কারখানা বন্ধ করা সম্ভব হয়নি। এছাড়াও উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি নিয়ে ব্যাপক ও বিস্তর আলোচনা হয়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মশিউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার ওই কারখানা থেকে ৪৯ টি তৈরি করা ভেজাল গুড় ভর্তি মটকি এবং তৈরি করার সামগ্রী জব্দ করেছেন।
এ বিষয়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোকছেদুল মোমেনিন’এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- পরবর্তীতে জব্দ করা গুড়গুলো ধ্বংস করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস