বাংলা৭১নিউজ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে ভারত থেকে গরু পাচারের সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, গভীররাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ১০৯৮ মেইন পিলার সংলগ্ন ১ এস পিলারের নিকট সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে গরু পাচার করতে ভারত থেকে গরু পাচার করতে যায় এই ৩ চোরাকারবারী।
বিজিবি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো দা ও একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন, চর ভুরুঙ্গামারী গ্রামের আবু বক্করের পুত্র মকবুল হোসেন (৪০), মাইদুল ইসলাম (৩৮) ও দক্ষিন তিলাই গ্রামের কোব্বাত আলীর পুত্র আজাদুর ইসলাম (৩৫)।
পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ/২৫ ধারায় ভূরুঙ্গামারী থানায় ভাওয়ালকুড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ জোবায়দুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলা৭১নিউজ/একে