বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের বাড়ি সিলেটে।
নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার কাঁঠালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আবদুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪), একই উপজেলার দীনপুর গ্রামের আফজাল মাহমুদ (২৫), গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ গ্রামের কামরান আহমদ (২৮) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল গ্রামের হাফিজ শামীম আহমদ (২৮)।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার সাগরে ডুবে কমপক্ষে ৬০ জনের সলিল সমাধি ঘটে। এর মধ্যে ছয়জন সিলেটিসহ অধিকাংশই বাংলাদেশের নাগরিক বলে তিউনিসিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি।
নিহত শামীম সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের আপন ভাই ও নিহত কামরান তার আপন শ্যালক। এই মর্মান্তিক নিহত হওয়ার ঘটনার খবর জানাজানি হলে সিলেটের তিন উপজেলায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
বাংলা৭১নিউজ/এলএম