বাংলা৭১নিউজ,ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ভয় দেখাতে ভূত সেজে থাকা স্বেচ্ছাসেবীদের ব্যবহার করা হচ্ছে।
সূত্রমতে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কেপুহ গ্রামে ওই ভূতেরা গত মাস থেকে রাতে নিয়মিতভাবে টহল দেয়া শুরু করে।
ইন্দোনেশীয় লোককাহিনীতে, “পোচং” নামে পরিচিত ভূতেরা মৃতদের অতৃপ্ত আত্মার প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়।আর এই ভূত সেজে থাকাটা ভালোই কাজে দিচ্ছে বলে স্থানীয়দের অভিমত।
‘ভূতেরা আসার পর থেকে বাবা-মা এবং বাচ্চারা ঘর ছেড়ে বাইরে বের হন নি। সন্ধ্যার পরে মানুষ এখন আর বাইরে জমায়েত হয়না, অবস্থানও করে না’, স্থানীয় বাসিন্দা কর্ণ সুপাদমোর দাবি।
আর মসজিদের পাহারাদার আঞ্জার পাংকার মতে, এতে ভালোই কাজ হয়েছে কারণ এর দ্বারা করোনার ভয়াবহতা মানুষ নতুনভাবে উপলব্ধি করতে পারছে।
জানা যায়, স্থানীয় পুলিশের সহযোগিতায় গ্রামটির যুবকেরা এই অভিনব উদ্যোগের আয়োজন করে।এর আগে ভারতেও পুলিশকে করোনা ভাইরাসের মতো হেলমেট পড়ে রাস্তায় মানুষকে সচেতন করতে দেখা গেছে।
উল্লেখ্য ইন্দোনেশিয়ায় এখনও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়নি। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে সাড়ে চারশোর বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: বিবিসি