বাংলা৭১নিউজ, ডেস্ক: মেইল করতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিয়েছেন অফিসের বসকে। আর তার পর তো টেনশনে আপনার ঘেমেনেয়ে একাকার কাণ্ড। ভাবছেন এই বুঝি গেল আপনার চাকরিটা। আপনার যদি কোনো দিন এই অবস্থায় পড়ে থাকেন, তাহলে আপনাকে বলব আবার এরমক হলে আর টেনশনের কিছু নেই। ছোটো সেটিংসের মাধ্যমে এবার আপনি এই ভুলকে শুধরে নিতে পারবেন।
যেভাবে ভুল শুধরে নিবেন
- আপনার জি-মেইল অ্যাকাউন্টের সেটিংসের গো (Go) প্যানেলে প্রবেশ করুন।
- এবার সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে (Labs) যান। এখানেই পাবেন গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার অপশন। সেখান থেকেই আনডু সেন্ট অপশনটিতে প্রবেশ করুন।
- এন্যাবেল(Enable) অপশনে ক্লিক করে সেটিংস সেভ করলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন।
- পরীক্ষা করার জন্য একটা ইমেইল পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন। আপনি যখনই সেন্ড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেন্ড অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই ইমেইলটি আর সেন্ড হবে না।
বাংলা৭১নিউজ/জেড এইচ