রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) ৮৪ কেন্দ্রে চলছে টিকা কর্মসূচি। তবে নগরীর অধিকাংশ মানুষ ভুলবশত টিকা নিতে ভিড় করেছেন রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে।
শনিবার (৭ অগাস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টিটিসিতে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে হাজারও মানুষ ভিড় করেছে এ কেন্দ্রে। ভিড় ও ভাপসা গরমে অনেকেই চাপা ক্ষোভ প্রকাশ করছেন।
টিকা নিতে আসা মাসুদ রানা নামের এক যুবক জানান, সকাল ৯টা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তারপরও কোনো কিছুর পাত্তা নেই। শুনছি টিকা কর্মীরা চলে গেছেন।
তালাইমারি এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন জানান, রেজিস্ট্রেশন করেছি টিটিসিতে। তাই এখানে টিকা দিতে এসেছি। সরকারি ঘোষণার পূর্বে রেজিস্ট্রেশন করা। কিন্তু এখানে দেখছি ভিন্ন চিত্র। হাজারও মানুষ, তাই শঙ্কা হচ্ছে টিকা আদৌ দিতে পারবো কি-না।
এদিকে টিটিসিতে টিকা কর্মসূচির দায়িত্বে থাকা প্রশাসনের একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার আগেই এখানে হাজারও মানুষের সমাগম শুরু হয়। তাই খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রের নির্ধারিত টিকা শেষ হয়ে যায়। এতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যান। পরবর্তীতে মানুষের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে আবারো টিকা পাঠানো হয়।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা সত্ত্বেও মানুষ না বুঝেই টিটিসি কেন্দ্রে ভিড় করছেন। এটা অনেকে না বুঝেই করছেন। যদিও এ নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তারপরও ভুল কেন্দ্রে এসে হট্টগোল করছেন।
তিনি আরও বলেন, শুধু তাই নয় একদিন আগে থেকেই রাজশাহী জেলা প্রশাসন, রাসিক, রাজশাহী সিভিল সার্জন ও রাসিকে বিভিন্ন ওয়ার্ডে ঘোষণা হয়েছে ২৫ বছরের উপর যারা, তারাই টিকা নিতে পারবেন। এরপরও ২৫ বছরের কম বয়সী অনেকেই কেন্দ্রে এসেছেন টিকা নিতে।
অতিরিক্ত টিকা কেন্দ্রে এনে দেয়া হচ্ছে কিনা জানতে চাইলে বলেন, ‘এ মুহূর্তে জয়পুরহাট ও নাটোরের দিকে পরিদর্শনে আছি। বিষয়টি না জেনে বলতে পারবো না।’