বাংলা৭১নিউজ, ঢাকা: এশিয়ান কাপের প্লে–অফে ঢাকায় হোম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
আজ থিম্পুতে অ্যাওয়ে ম্যাচে ভুটানের জালে একবার বল জড়িয়ে ড্র করলেও ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বে উঠে যেত বাংলাদেশ। কিন্তু ড্র তো দূরে থাক, ভুটানের কাছে ৩-১ গোলে হেরে গেছে টম সেইন্টফিটের দল।
১২ বারের দেখায় এই প্রথম ভুটানের কাছে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ। আগের ১১ ম্যাচের ৮টিই জিতেছিল বাংলাদেশ, ড্র হয়েছিল ৩টি ম্যাচ।
থিম্পুর চ্যাংলিমেথাং স্টেডিয়ামের টার্ফে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠিয়ে ভুটানকে এগিয়ে দেন জিগমে দর্জি।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণও করে ফেলে ভুটান। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস থেকে বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করেন চেনচো গেইলস্থেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে একটি গোল শোধ করে বাংলাদেশ। গোলটি করেন অধিনায়ক মামুনুল ইসলাম।
কিন্তু ৭৬ মিনিটে চেনচো নিজের জোড়া গোলে স্কোরলাইন ৩-১ করলে এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে যায় বাংলাদেশের। চেনচো শেষদিকে পেনাল্টি মিস না করলে বাংলাদেশের হারের ব্যবধানটাও আরো বড় হতে পারতো!
বাংলা৭১নিউজ/সিএইস