বাংলা৭১নিউজ, ডেস্ক: সিরিয়া বিষয়ক ভিয়েনা বৈঠক উল্লেখযোগ্য কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে আজই (মঙ্গলবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলন শুরু হয়।
কিন্তু বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো ফলাফল বেরিয়ে আসেনি। বৈঠক থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সিরিয়ার যুদ্ধপীড়িত এলাকার মানুষের কাছে কোনো বাধা ছাড়াই ত্রাণ সাহায্য পৌঁছানের সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া জোরদার করতে হবে। আজকের বেঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ উপস্থিত ছিলেন।
তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সংযোগ গ্রুপ কূটনৈতিক উপায়ে দেশটির চলমান সংকট সমাধানের লক্ষ্যে একটি রোডম্যাপ উপস্থাপন করে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।
ইরান, রাশিয়া, আমেরিকা, তুরস্ক ও সৌদি আরবের পাশাপাশি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের সদস্য দেশগুলো ভিয়েনা সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছিল।
বাংলা৭১নিউজ/পার্সটুডে