বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসায় হামলার ধরন দেখেই বোঝা যায়, হামলাকারীরা পেশাদার। এরা কোনো সাধারণ শিক্ষার্থী নয়। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ভিসির বাসায় তারা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। বাসার ভেতরে তছনছ করেছে। মালামাল লুট করেছে। সিসি ক্যামেরা ভেঙেছে, ক্যামেরার হার্ডডিস্ক ভেঙে ফেলেছে। যে কারণে খুব সহজেই অনুমান করা যায়, এরা সাধারণ শিক্ষার্থী নয়, পেশাদার কোনো গ্রুপ।
ডিএমপি কমিশনার আরো বলেন, হামলাকারী প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ সময় পয়লা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/জেএস