বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে চালানো নারকীয় বর্বরতার সঙ্গে জড়িতরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ উপাচার্যের বাসভবন পরিদর্শৃনে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, ভিডিও দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘হামলা ছিল পরিকল্পিত। ভিসির বেডরুম পর্যন্ত রক্ষা পায়নি। বাথরুমের কমোডও ভেঙেছে। ভিসির পরিবারের সদস্যদের সোনার গহনা নিয়ে নেওয়া হয়েছে।’
হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে।’
সরকার সময় চাওয়ার পরও যারা আন্দোলন করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেও তিনি মন্তব্য করেছেন।।
এ সময় তার সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবির ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল।
তবে হামলায় উপাচার্যের পরিবারের কেউ আহত হননি। এ সময় উপাচার্যের বাসভবনের গেট ভেঙে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে গাড়ি পুড়িয়ে দেয়।
বাংলা৭১নিউজ/জেএস