বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে একজন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
অধিদফতরের পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ) মো. আনিছুর রহমানকে তদন্তরে দায়িত্ব দিয়ে রোববার এ আদেশ জারি করা হয়।
গত শনিবার ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ৯ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ কার্ড বিতরণের উদ্যোগে নেয় ফুলপুর পৌরসভা। এ জন্য শুক্রবার পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে শনিবার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে এ কার্ড সংগ্রহের কথা জানানো হয়। শনিবার দুপুরে কলেজ মাঠে ভিজিএফ কার্ড প্রত্যাশীদের অতিরিক্ত ভিড় জমে। ভিড় সামলাতে কলেজের মূল গেট বন্ধ রাখা হয়। পরে ভিজিএফ কার্ড প্রত্যাশীরা কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পদদলিত হয়ে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাফিজ উদ্দিন ও ফিরুজা খাতুন নামের দুইজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এএইচ