বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকার প্রদত্ত বগুড়ার আদমদীঘি উপজেলার এবার সান্তাহার পৌরসভা ও ৬টি ইউনিয়নে মিলে ১৩ হাজার ৭১৮জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে ২৭৪.৩৬০ মেট্রিক টন ভিজিএফ’র চাল প্রদান করা হবে।
সান্তাহার পৌর সভাসহ ৬টি ইউনিয়ন মিলে প্রায় ৫৪ হাজার অতিদরিদ্র ও দুঃস্থ পরিবার রয়েছে। এদের মধ্যে অনেকেই বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতাদি পাচ্ছেন। যেসব পরিবার ভাতাসহ অন্যান্ন সুযোগ থেকে বঞ্চিত রয়েছে সরকার সেই সব পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে খাদ্য সহায়তার আওতায় এবার ১৩ হাজার ৭১৮জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে জনপ্রতি ২০ কেজি করে ভিজিএফ‘র চাল বিনামূল্যে প্রদান করার উদ্যোগ গ্রহন করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ.এম আশরাফুল আরেফিন জাানায়, সান্তাহার পৌরসভা এলাকায় ৯টি ওয়ার্ডে ৪হাজার ৬২১জনকে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১৬৫৫ জনকে, নশরতপুর ইউনিয়নে ১৫৮৫ জন, আদমদীঘি সদর ইউনিয়নে ১৭২০ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩৭৫জন, চাঁপাপুর ইউনিয়নে ১৩৫৬ জন, এবং সান্তাহার ইউনিয়নে ১৪০৬ জনসহ সর্বমোট ১৩ হাজার ৭১৮জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে ২৭৪.৩৬০ মেট্রিক টন ভিজিএফ’র চাল বিনামূলে বিতরনের জন্য বরাদ্দ দেয়া হয়। আগামী ১৩ আগষ্ট এই চাল বিতরন করা হবে বলেও জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস