বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ ঈদের আনন্দ বাড়িয়েছে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো রেমিটেন্স ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত বোতলজাত পানির দাম কেন বাড়লো, খবর নিয়ে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান

ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনের জেরে বাড়িওয়ালাকে কুপিয়ে খুন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে মো. রনি (৩০) নামের এক বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা করেন ভাড়াটিয়া মো. মোরশেদ আহাম্মেদ (৩৭)। শনিবার (২৫ মে) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ালি এলাকা থেকে অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

রোববার (২৬ মে) দুপুরে তেজগাঁও থানায় সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁও নাখালপাড়া শিয়ামাজর ঢালে রনির বাসায় ভাড়া থাকতো মোরশেদ। ভাড়াটিয়ার রুমে প্রায় সময়ই বাইরের মানুষ এনে তাস খেলতো ও মাদক সেবন করতো রনি। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়া মোরশেদের বিরোধ তৈরি হয়।

ঘটনার দিন শনিবার রাত আড়াইটার দিকে রনি ও তার বন্ধুরা মোরশেদের রুমে তাস খেলছিল। এ নিয়ে রনির সঙ্গে মোরশেদের কথা কাটাকাটির এক পর্যায় মোরশেদ রনিকে ছুরিকাঘাত করে। পরে রনিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিসি আজিমুল বলেন, ঘটনার পর মোরশেদ তার গ্রামের বাড়ি জামালপুর চলে যায়। নিহত রনির মা আসিয়া খাতুন মায়া বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ালি এলাকায় অভিযান চালিয়ে মোরশেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোরশেদকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিসি আজিমুল বলেন, মোরশেদ যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিক রনির পরিবার। মোরশেদ মোটরসাইকেল দিয়ে রাইডশেয়ারিং করতো। তার ভাড়া নেওয়া রুমে বাড়ির মালিক রনি ও তার বন্ধুরা তাস খেলতো ও মাদক সেবন করতো। এ কারণে মোরশেদকে প্রায়ই দেরিতে ঘুমাতে হতো। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়।

‘গত ২৫ মে দিনগত রাতেও ওই রুমে রনি ও তার বন্ধু মশিউর, বায়জুদুল ইসলাম, একিন, অবিতক তাস খেলছিল। ওই রাতেও মোরশেদ বাসায় ফেরার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।’

ডিসি আজিমুল আরও বলেন, এক পর্যায়ে মোরশেদ ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় রনির বন্ধুরা চিৎকার করলে রনির ভাই রফিক ছুটে আসেন। তিনি বাধা দিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মোরশেদ। গুরুতর আহত অবস্থায় রনি ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com