বাংলা৭১নিউজ, ঢাকা: নগরবাসীর নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ভাড়াটিয়াদের বিষয়ে নতুন নিয়ম করতে যাচ্ছে। কোনো ভাড়াটিয়া বাসা বদল করে অন্য এলাকায় গেলে সংশ্লিষ্ট থানাকে তা জানাবে পুরনো এলাকার থানার পুলিশ।
এ ছাড়া জঙ্গিবিরোধী চলমান ব্লক রেইডের সময় পুলিশের হয়রানি এড়াতে নিজের পরিচয়পত্র দেখাতে বলেছেন মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আজ দুপুরে ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম এখন পর্যালোচনা করা হচ্ছে। একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দেবে।”
জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশ কমিশনার অভিযানের সময় প্রত্যেককে সঠিক পরিচয়পত্র দেখাতে বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “রাজধানীবাসীর নিরাপত্তার জন্য এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয়পত্র দেখাতে পারলে কাউকে যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যকে নির্দেশনা দেয়া হয়েছে। তার পরও কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করুন, আমরা ব্যবস্থা নেব।”
রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া নিয়ে বিড়ম্বনার বিষয়ে মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বাড়ির মালিকদের উদ্দেশে বলেন, “ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিন।”
বাংলা৭১নিউজ/সিএইস