বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পিকআপ ট্রাকের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।
ভালুকা থানার ওসি মো.মাইনুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকাগামী পিকআপটি ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।
বাংলা৭১নিউজ/এমএস