বাংলা৭১নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাঠালী রাসেল স্পিনিং মিলের শ্রমিক আশরাফ উদ্দিন (২৫), আনোয়ার সিকদার (২২) ও আমেনা খাতুন (২৭)।
আহতরা হলেন ওই মিলের শ্রমিক আসমা (২২), আনিস (২০), পারেভেজ (৩৫), ফরহাদ (১৮) ও আলামিন (৩৫)।
ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ভালুকাগামী একটি পিকআপ কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। তাদের ভালুকা হাসপাতালে ভর্তি করলে সেখানে এক শ্রমিক মারা যান।
বাংলা৭১নিউজ/সি