কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির পর্যটন এলাকা সাজেক এবং লংগদুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ অবস্থায় সাজেকে প্রায় চার শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছেন সেখানের রিসোর্ট মালিকরা।
বন্যা কবলিত হয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মেরুং ইউনিয়ন, কবাখালি ইউনিয়ন এবং বোয়ালখালি (সদর) ইউনিয়ন। মেরুং ও কবখালিতে কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানিবন্দি শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এবং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা।
এদিকে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকা, বাঘাইহাট এলাকা, গঙ্গারাম এলাকা এবং মাচালং এলাকার সড়ক পানির নিচে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এ ছাড়া দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি, বেতছড়ি, বড়মেরুং এবং ছোটমেরুং বাজার এলাকার সড়ক পানির রিচে থাকায় লংগদুর সঙ্গেও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
বাংলা৭১নিউজ/এসএইচ