বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: আগামী ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে গেলেন ৭সদস্যের একটি বাংলাদেশী নৃত্য শিল্পী দল।
ভারতের কলকাতার দমদমের প্রচেষ্টা নৃত্য কলা কেন্দ্রের আমন্ত্রনে শনিবার দুপুর সাড়ে ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যোগে ৬সদস্যের একটি বাংলাদেশী নৃত্য শিল্পীর দল ভারতে যায়। এসময় তাদের সীমান্তে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক বকুল হোসেন।
হিলির বাগজানার নুপুরের ছন্দে একাডেমির পরিচালক নৃত্য শিল্পী রাজু শেখের নেতৃত্বে বাংলাদেশী নৃত্য শিল্পী দলে রয়েছেন, শহিদুল ইসলাম সেলিম, আশিকুর ঝুমা রিপন, মাসুদ রানা, অর্পিতা মারান্ডি, শাহানাজ মুন্নি, মালতি মারান্ডি।
হিলির বাগজানার নুপুরের ছন্দে একাডেমির পরিচালক নৃত্য শিল্পী রাজু শেখ জানান, ভারতের কলকাতার দমদমের প্রচেষ্টা নৃত্যকলা কেন্দ্রের আমন্ত্রনে হিলির নুপুরের ছন্দে একাডেমি ও নওগাঁর নৃত্যাঞ্জলী একাডেমীর মোট ৭জন নৃত্য শিল্পী আজকে আমরা ভারতে যাচ্ছি। ভারতের স্বাধিনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ও ১৫ আগষ্ট কলকাতার দমদমে রবিন্দ্রসদন মুক্তমঞ্চে নানা বর্নে বাংলাদেশ নামে গিতী নৃত্য নাট্য পরিবেশন করার কথা রয়েছে আমাদের।
বাংলা৭১নিউজ/জেএস