যুক্তরাষ্ট্র, চীনের পরেই বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী রাষ্ট্র ভারত। দেশটিতে ব্যবহৃত তেলের ৮০ শতাংশই আমদানি করতে হয়। ২০২১ সালে রাশিয়া থেকে ১২ মিলিয়ন ব্যারল তেল আমদানি করেছে ভারত। যা মোট প্রয়োজনের দুই শতাংশ ছিলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। যার প্রভাব পড়েছে দেশটির বাণিজ্যে। সংকট নিরসনে তাই ডিসকাউন্টে তেল বিক্রি করছে দেশটি। এর সুবিধাই নিচ্ছে ভারত।
বিবিসি জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে কোনো তেল আমদানি করেনি ভারত। কিন্তু এরপরেই কী যেন হলো, মস্কো থেকে এখন পর্যন্ত মোট ৬ মিলিয়ন তেল আমদানি করেছে দিল্লি। তবে ভারত সরকারের দাবি, মোট আমদানির তুলনায় খুব কম পরিমাণ তেলই রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে।
ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করে ইরাক থেকে। ২০২১-২২ বছরে দেশটিতে থেকে ২২ দশমিক ১৪ মিলিয়ন ব্যারল তেল আমদানি করেছে দিল্লি। এরপরেই আছে সৌদি আরব। সেখানে থেকে আমদানি হয়েছে ১৬ দশমিক ৪০ মিলিয়ন ব্যারল। তারপর আছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে ৯ দশমিক ০২ মিলিয়ন ব্যারল তেল আমদানি করেছে দেশটি।
এই তিন দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, কুয়েত, মেক্সিকো, ওমান ও ব্রাজিল থেকে তেল আমদানি করে ভারত।
বাংলা৭১নিউজ/এসএইচ