ভারতের মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটছে। লিকের পর চারদিকের প্রায় তিন কিলোমিটার এলাকায় থাকা মানুষরা শ্বাস গ্রহণে সমস্যার কথা জানান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৩ জুন) স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে লিক হওয়ার পর ১১টা ২৪ মিনিটে তা বন্ধ করা হয়।
শুক্রবার (৪ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কারখানাটি নোবেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেডের। তারা জানিয়েছে, অত্যধিক উত্তাপের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে যার ফলে গ্যাস লিক হয়ে যায়। জানা গেছে সতর্কতার ব্যবস্থা হিসাবে কয়েকজনকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ